পঞ্চগড়ে শিক্ষার্থীকে পরিবহন শ্রমিকদের মারপিট
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থী রেজোয়ানুলকে মারপিট করেছে পরিবহন শ্রমিকরা। ঢাকা থেকে পঞ্চগড় আসার পথে হাতাহাতির জের ধরে রোববার সকালে হানিফ এন্টারপ্রাইজের পঞ্চগড় কাউন্টারের সামনে শ্রমিকরা তাকে মারপিট করে।
রেজোয়ানুল আইইউবিএটির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মায়ের জানাজায় অংশ নিতে তারা ঢাকা থেকে পঞ্চগড় আসেন। এসময় শ্রমিকরা লুটপাট মহিলা যাত্রীদের লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধরা কাউন্টারের মূল ফটকের কাঁচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এ ব্যাপারে হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার মখলেছুর রহমান পলাশ বলেন, ঢাকা থেকে বের হওয়ার সময় প্রচুর যানজট ছিল। এছাড়া গাড়ির ব্রেকের সমস্যার কারণে কিছুটা দেরি হয়েছে। এক টিকেটে তারা ১০ জন যাত্রী ছিলেন। কাউন্টারে নামার সঙ্গে সঙ্গে আমাদের তারাই মারপিট শুরু করে।
আইইউবিএটির শিক্ষার্থী রেজোয়ানুল ইসলাম রাজন জানান, এমনিতেই আমার মায়ের জানাজার নির্ধারিত সময়ের ৩০ মিনিট চলে গেছে। আমরা কাউন্টারের একটু আগে সড়কেই নামতে চাইলে চালক আমাদের কথা না শুনে তাদের নিজস্ব কাউন্টারে এনে নেমে দেয়। পরে কাউন্টার থেকে কয়েকজন লাঠিসোঠা নিয়ে বাসে উঠে। স্থানীয় একজন শ্রমিক নেতার নির্দেশে তারা দরজা বন্ধ করে আমাদের মারপিট শুরু করে। আমাদের কিছুই করার ছিল না। হোটেল অভিতে হেলপার ও সুপারভাইজার এক ঘণ্টার বেশি দেরি করেছিল।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন জানান, খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে শুনেছি উভয়পক্ষকে নিয়ে বৈঠকের ব্যবস্থা নেয়া হচ্ছে। শান্তিপূর্ণ মিমাংসা হলেই ভালো হয়।
সফিকুল আলম/এআরএ/পিআর