ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

গাইবান্ধায় ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উৎপল চন্দ্র (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সুখানদীঘি এলাকার রেললাইনে লোকাল আপ নাইনটিন ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

নিহত উৎপল চন্দ্র দাস গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকার ভিটা এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে। উৎপল ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি সারের দোকানে কর্মচারী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে উৎপল চন্দ্র দাস ঋণের দায়ে জর্জরিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শামীম সরকার শাহীন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।