রাস্তায় পড়ে ছিল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
ফরিদপুরে রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে

ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার বিভাজকের ওপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভাজকের ওপর কাপড়ে মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মানুষ রাস্তা পারাপারের সময় বিভাজকের ওপর কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। কাপড়টি একটু সরানোর পর বাচ্চার মাথা ও পা দেখা যায়। পরে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্র্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।