মিলের গাছ দিয়ে রাস্তা দখল, যান চলাচল বিঘ্নিত


প্রকাশিত: ০৪:৫১ এএম, ১১ এপ্রিল ২০১৬

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার (সিড্যা) দারুল আমান ইউনিয়নের কাইলারা বাজার সংলগ্ন মাইজ ভান্ডারী ‘স’ মিলের সামনের রাস্তার দু’পাশে গাছের গুড়ি ফেলে রাস্তা দখল করেছে। এতে সাধারণের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডামুড্যা-ভেদরগঞ্জ-চাঁদপুর সড়কের দু’পাশে প্রায় ৩শ` গজ জায়গা জুড়ে বড় বড় গাছের গুড়ি স্তুপ করে রেখে রাস্তার প্রায় অর্ধেক দখল করে রেখেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যান চলাচল করে। এই সকল যান চলাচলে বিঘ্ন ঘটছে। ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ বলেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন কিন্তু কিছুই বলেন না।

Sariatpur

এ বিষয়ে ‘স’ মিলের মালিক মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে আলাপ করে জানা যায়, লাইসেন্সবিহীনভাবে পরিবেশ অধিদফতরের বিনা অনুমতিতে এবং অগ্নি নির্বাপন লাইসেন্স না করে অপ্রশিক্ষিত শ্রমিক দিয়ে ‘স’মিল পরিচালনা করছেন।

তিনি বলেন, ব্যবসার প্রয়োজনে এবং স্থানীয় মানুষ হিসেবে তার অধিকার আছে বলেই এভাবে গাছের গুড়ি রাস্তার দু’পাশে রেখেছেন।

এ বিষয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, আমি তাকে রাস্তা থেকে গাছগুলো সরাতে বলেছিলাম। কিন্তু তিনি এখনো গাছের গুড়িগুলো সরাইনি। আমি এখনই বিষয়টি দেখছি এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

ছগির হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।