ফরিদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়।

শুক্রবার (১৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।