ভাঙারি দোকানে মিললো হাজার পিস নতুন বই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

ভোলার দৌলতখান থেকে নতুন শিক্ষাবর্ষের বিপুল পরিমাণ বই উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরোজের ভাঙারি দোকানের গোডাউন থেকে বইগুলো উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে প্রায় এক হাজার পিস নতুন বই উদ্ধার করি। উদ্ধার হওয়া বইগুলো ২০২৪ শিক্ষাবর্ষের। এগুলো মাদরাসা শিক্ষাবোর্ডের প্রাথমিকের বিভিন্ন শ্রেণির। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরও জানান, বইগুলো কোন মাদরাসা থেকে চুরি হয়েছে সেটার খোঁজখবর নিচ্ছি। এছাড়াও বিষয়টি গভীরভাবে আমরা তদন্ত করে যাচ্ছি।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।