ফরিদপুরে চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
ফরিদপুর সুগার মিলকে বেসরকারিকরণের প্রচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলার মধুখালীতে মিল গেটের সামনে টায়ার জ্বালিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মিলগেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফরিদপুর চিনি কলের শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন, শ্রমিক নেতা মনিরুজ্জামান মিন্টু, নির্মল কুমার সরকার, মো. মতিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস