বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও একই এলাকার মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ গুইমারা যাচ্ছিল। গাড়িটি সাপমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী রকি পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো-ব-১৫-৯৬৮১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান।

এসময় পিকআপে থাকা অন্তত ১৫ জন গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ববস্থা নেওয়া হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।