মেয়েকে ছুরিকাঘাতে হত্যার পর বাবার আত্মহত্যাচেষ্টা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপুরের কালিয়াকৈরে বাবার ছুরিকাঘাতে ইয়াসমিন আক্তার (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মণ্ডলের মেয়ে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলু মণ্ডল দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান নিয়ে তার শ্বশুরবাড়ি কালিয়াকৈর উপজেলার হরিণহাটিতে বসবাস করছেন। বিয়ের পর থেকে বুলু মণ্ডলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। বুধবার বিকেলেও ঝগড়া হয়। এসময় মেয়ে ইয়াসমিন আক্তার বাবাকে ঝগড়া করতে নিষেধ করে। এতে মেয়ের ওপর ক্ষিপ্ত হন বুলু মণ্ডল। নিজের হাতে থাকা ছুরি দিয়ে মেয়ের গলায় আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মনিরুজ্জামান জানান, মেয়েকে হত্যার পর বুলু মণ্ডল তার হাতে থাকা ছুরি দিয়ে নিজের শরীরে আঘাত করলে মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

আব্দুর রহমান আরমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।