বাজারে উঠেছে শজিনা ডাঁটা, কেজি ১৮০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরের বিরামপুরে বাজারে মিলছে শজিনা ডাঁটা

দিনাজপুরের বিরামপুরে বাজারে অসময়ে মিলছে শজিনা ডাঁটা। এসময়ে মুখরোচক এ সবজি পেয়ে খুশি ক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তারা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাটলাবাজারে দেলোয়ারের সবজির দোকানে বিক্রি হতে দেখা যায় শজিনা ডাঁটা।

দেলোয়ার হোসেন বলেন, সকালে রাজশাহী থেকে এক ব্যক্তি শজিনার ডাঁটাগুলো বিরামপুরে নিয়ে আসেন। তার কাছ থেকে ১৫০ টাকা কেজি দরে পাঁচ কেজি কিনেছি। ৩০ টাকা লাভ লাভ রেখে ১৮০ টাকা দরে বিক্রি করছি।’

মোফাজ্জল হোসেন নামের একজন ক্রেতা বলেন, ‘এসময়ে আমাদের এলাকায় শজিনা ডাঁটা পাওয়া যায় না। বাজারে নতুন উঠেছে। তাই ৪৫ টাকায় ২৫০ গ্রাম কিনলাম। দামটা একটু বেশি। কম হলে আমাদের জন্য ভালো হতো।’

ক্রেতা বেলাল হোসেন বলেন, ‘বাজারে শজিনা ডাঁটা দেখে ভালোই লাগলো। কিন্তু যে দাম তাতে আমাদের মতো মানুষের জন্য কিনে খাওয়া কষ্টসাধ্য।’

মাহাবুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।