অটোরিকশার সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

নেত্রকোনার বারহাট্টায় সিএনজিচালিত অটোরিকশা ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পাটলী এলাকায় মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরাকোনা থেকে একটি মাইক্রোবাস বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। একই সময় মোহনগঞ্জ থেকে একটি অটোরিকশা নেত্রকোনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বরযাত্রী ও অটোরিকশার তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অটোরিকশার যাত্রীরা অন্য যানবাহনে করে গন্তব্যে চলে গেছেন। মাইক্রোবাসটি বরযাত্রী নিয়ে চলে গেছে। আহত পাঁচ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এইচ এম কামাল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।