পৌরসভা নির্বাচন

পটুয়াখালীতে আচরণবিধি লঙ্ঘন করায় আট জনকে ৪২ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটজনকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার রাতে এবং রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ জরিমনা করেন।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানান, পৌর নির্বাচনে আচরণ বিধি যথাযথ প্রতিপালনের লক্ষ্যে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ, আব্দুল হাই ও রবিউল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ, সংরক্ষিত তিন ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ ও সাধারণ ওয়ার্ডে ৯ কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৬১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ মার্চ ইভিএম ভে।টগ্রহণ অনুষ্ঠিত হবে।

আব্দুস সালাম আরিফ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।