নড়াইলে মাদক মামলায় তরিকুলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:২৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

নড়াইলে তরিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর থানার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুর দেড়টায় নড়াইলের পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোডের মুরাদ শেখের বাড়ির পাশে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময়, তরিকুলকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করে পুলিশ।

পরে এ ঘটনায় কালিয়া থানায় একটি মাদক মামলা করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় এ দণ্ডাদেশ দেন আদালত।

হাফিজুল নিলু/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।