ফসলি জমিতে পুকুর খননের দায়ে জরিমানা, খননযন্ত্র জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
ছবি- সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান চালানো হয়েছে। এসময় তারেক রহমান নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি খননযন্ত্র (এসেস্কভেটর) জব্দ করা হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল।

এর আগে সকালে পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন করেন গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়ার লোকজন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল জাগো নিউজকে বলেন,  ফসলি জমিতে পুকুর খননের সুযোগ নেই। পুকুর খনন বন্ধে আমাদের তাদের অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/এনআইবি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।