ভবন নির্মাণে বাঁশ ব্যবহারের ঘটনায় অবশেষে মামলা
চুয়াডাঙ্গার দর্শনায় নির্মাণাধীন উদ্ভিদ সংগনিরোধ এর অফিস ভবনে রডের পরিবর্তে বাঁশ ব্যাবহারের অনিয়মের ঘটনায় অবশেষে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সিনিয়র মনিটরিং ইনোভেলোশন অফিসার মেরিনা জেবুন নাহার বাদী হয়ে সোমবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনি সিংসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
জানা যায়, সরকারি অর্থায়নে ১লা ডিসেম্বর দর্শনা পৌরসভার পিছনে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক উদ্ভিদ সংগনিরোধের ল্যাব ও অফিস ভবন নির্মাণের কাজ শুরু হলে দ্বিতীয় তলা ভবন ঢালাইয়ের কিছু অংশ ও পিলারে রডের পরিবর্তে বাঁশ, নিম্নমানের সিমেন্ট, খোয়া, বালু ও ইটের ব্যবহার করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর রেষানলে পড়ে ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে সকলের উপস্থিতিতে ভবনের কিছু অংশ ও ঢালাইকৃত শো পিলার ভেঙে দেখা যায় সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হলে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে উপরোক্ত ঘটনার প্রাথমিক সত্যতা মিললে অবশেষে সোমবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সালাউদ্দিন কাজল/এফএ/এমএস