গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

গাজীপুরে ইনটেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে লিখন মিয়া (২৪) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের ধীরাশ্রম ভাবারুল সুখীনগর এলাকায় এ ঘটনা ঘটে। লিখন মিয়ার বাড়ি গাইবান্ধায় বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুর পৌনে ১টার দিকে কারখানায় একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানায় আগুন ধরে যায়। এসময় দগ্ধ হয়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরণের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।