চার ঘণ্টা পর টাঙ্গাইলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

চার ঘণ্টা পর টাঙ্গাইলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়।

এরআগে সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেনে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্চিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। প্রায় চার ঘণ্টা পর ট্রেন উদ্ধর করা হয়েছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা নাই।

এ বিষয়ে ঘারিন্দা রেল পুলিশ ইনচার্জ আলি আকবর জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি ঘারিন্দা নিয়ে যাওয়া হয়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরিফুর রহমান টগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।