নীলফামারীতে তিন রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০২ মার্চ ২০২৪

নীলফামারীর জলঢাকায় ইউক্যালিপটাস বাগান থেকে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১মার্চ) মধ্য রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী এলাকার মৃত হাজী মো. আব্দুল লতিফের ছেলে মো. ফয়জুল ইসলাম কেরুর (৭০) ইউক্যালিপটাস গাছের বাগানে তল্লাসী চালায় পুলিশ। একপর্যায়ে বাগানের ড্রেনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি ও একটি রিভলবার উদ্ধার করা হয়।

ওসি মো. মুক্তারুল আলম জাগো নিউজকে বলেন, এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।