নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৩ মার্চ ২০২৪

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকালে নীলফামারী সদর উপজেলার দক্ষিণ চওড়া (গাঠাংটারী) ও সংগলশীর সুবর্ণখুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন গাঠাংটারী এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) ও সদরের মানিক রায়ের ছেলে সৌরভ রায় (২০)।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আনিছা বেগম রেললাইনের পাশে খড়ি আনতে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় মিতালী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি চোখে কম দেখতেন ও কানে কম শুনতেন বলে জানা গেছে।

অন্যদিকে একই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সৌরভ ইসলাম মারা যান। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

ওসি নুরুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।