চাঁদপুর

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৩৮ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৪ মার্চ ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ৩৮ জেলেকে একমাসের কারাদণ্ড ও তিনজনকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। একই ঘটনায় ১১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার।

সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, রোববার রাতে মেঘনা নদীর হরিণা থেকে হাইমচরের মনিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দুই মাসের নিষেধাজ্ঞা সময়ে অভয়াশ্রম এলাকায় সব প্রকার মাছ ধরা বন্ধ।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, জেলা প্রকল্প সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুসফিকুর রহমান, কোস্টগার্ডের চিফ পেটি অফিসার সফিকুল ইসলাম প্রমুখ।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।