দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সে মিললো ৩৬০ বোতল ফেনসিডিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৪ মার্চ ২০২৪
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চৌগ্রাম এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, সকালে এলাকাবাসী জানায় উপজেলার চৌগ্রাম এলাকায় নাটোর বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে রয়েছে। এমন খবরে সেখানে যায় হাইওয়ে পুলিশের একটি দল। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে এর ভিতর থেকে ৩৬০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক ও মাদক বহনকারীরা পালিয়ে যান। পুলিশ মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় চালক ও মাদক কারবারিকে ধরারা চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।