ব্রাহ্মণবাড়িয়ায় খালে মাটি ফেলে স্থাপনা নির্মাণ, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৪ মার্চ ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান খালে মাটি ফেলে ঘর নির্মাণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মার্চ) বিকেলে শহরের কাজীপাড়া এলাকায় পরিচালনা করে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।

এ বিষয়ে মোশারফ হোসেন জানান, শহর খালের ওপর স্থাপন নির্মাণ করে এবং মাটি ফেলে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে সৈয়দ আনোয়ার আহমেদ লিটন (৬০) নামের একজনকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় খালে মাটি ফেলে স্থাপনা নির্মাণ, জরিমানা

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া স্থাপনা সমূহ তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি খাল থেকে মাটি অপসারণ করে আগের অবস্থায় ফেরত নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।