ফরিদপুরে অবৈধ সীসা কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৫ মার্চ ২০২৪

ফরিদপুরের বোয়ালমারীতে একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় কারখানাটির মালিক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সিকে এক লাখ টাকা জরিমানা ও অবৈধ কারখানাটি সীলগালা করে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের সামনে জয়নগর বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

এ বিষয়ে মেহেদী হাসান জাগো নিউজকে জানান, অবৈধভাবে পুরাতন ব্যাটারি ভেঙে সীসা তৈরি করায় হিরু মুন্সির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।