রেললাইনে পড়েছিল যুবকের খণ্ডিত মরদেহ
ফাইল ছবি
টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
জেলার ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির পুলিশ ইনচার্জ আলী আকবর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার ধলাটেঙ্গর এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি আমরা। ধারণা করছি নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ হবে এবং সে ট্রেনে কাটা পড়েছিল। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
আরিফ উর রহমান টগর/এনআইবি/এমএস