নড়াইলে মসজিদ উদ্বোধন করলেন মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৯ মার্চ ২০২৪

নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজা।

শুক্রবার (৮ মার্চ) দুপুর ৩টায় কর্মচন্দ্রপুর গ্রামের রেজাউল আলমের তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।

নড়াইলে মসজিদ উদ্বোধন করলেন মাশরাফি

উদ্বোধনকালে মাশরাফি বিন মুর্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুবিধা হবে। আমি আমার সাধ্যমত এলাকার মসজিদগুলো আরও ভালো করার কাজ করছি। আপনারা শুধু দোয়া করবেন।

নড়াইলে মসজিদ উদ্বোধন করলেন মাশরাফি

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মসউদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল উদ্দিন, বাসগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

হাফিজুল নিলু/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।