কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হলেন ওবাইদুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ মার্চ ২০২৪

কুড়িগ্রামে জেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারিভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের জাফর আলী পেয়েছেন ৪৭১ ভোট।

এর আগে শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত নিবার্চনে জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা।

জানা গেছে, গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি নেন জাফর আলী। পরে জেলা পরিষদের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও আনারস প্রতীক নিয়ে নিবার্চন করলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ন ম ওবাইদুর রহমান ৫৮ ভোটে পরাজিত হন তিনি।

এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলায় মোট ভোটার ছিল ১০১৩ জন। স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান ৯ টি উপজেলার ৯ টি কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট দেন।

জেলা নির্বাচন অফিসার জিলহাহাজ উদ্দিন বলেন, জেলায় ৯ টি উপজেলার ৯ টি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট দিয়েছেন ১০০৬ জন। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই বেসরকারি ভাবে ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের আ ন ম ওবাইদুর রহমান।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।