চুয়াডাঙ্গায় জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


প্রকাশিত: ১০:০৮ এএম, ১৩ এপ্রিল ২০১৬

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এবং জাতীয় সংসদের হুইপ সোয়ামান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

বুধবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা রয়েল ব্লু হোটেলে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে নবনির্বাচিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেন এমপি।

এ সময়ে মঞ্চে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস, আওরঙ্গজেব মোল্লা টিপু, মোশারফ হোসেন, নাসির উদ্দীন আহম্মেদ, খুস্তার জামিল, রহমত উল্লাহ, এ্যাড. আব্দুর রশীদ মোল্লা, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।

উল্লেখ্য, ১১ বছর পর গত ২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নের্তৃবৃন্দ বিগত সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দর ছেলুনকে সভাপতি এবং আজাদুল ইসলাম আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। তবে পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সালাউদ্দিন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।