নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫


প্রকাশিত: ১২:১০ পিএম, ১৩ এপ্রিল ২০১৬

নওগাঁ শহরের ডাক্তারের মোড়ে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো চারজন আহত হয়েছেন।

বুধবার বিকেল পৌনে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের সুতিহাট গোবিন্দপুর গ্রামের ইছাহাক মোল্লা (৭০) ও নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রামের স্বপন পাটোয়ারীর ছেলে আদিল রহমান (৪২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

nouga

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে নওগাঁ থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা মান্দা উপজেলার সুতিহাট যাচ্ছিল। এসময় মহাসড়কের ডাক্তারের মোড় এলাকার স্টার অটো চাউল কলের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চারজন যাত্রী মারা যান।

আহত একজনকে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ইজিবাইকের চালক আদিল (৪২) মারা যান। এ ঘটনায় মোসলেম উদ্দীন (৩৫), শামসুর রহমান (৪০), জাহিদুল ইসলাম (৩৫) ও খালেক মীর (৩৪) নামে আরো চারজন যাত্রী আহত হন। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

nouga

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে নেয়া হয়। এর মধ্যে একজন ভর্তি হওয়ার আগেই মারা যান। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন নিহত হয়েছেন। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছেন। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।