ব্র্যান্ডের প্যাকেটে খোলা পণ্য বিক্রি, দোকান সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১২ মার্চ ২০২৪

গোপালগঞ্জে বাজার থেকে খোলা পণ্য কিনে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা ও ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মার্চ) রাতে গোপালগঞ্জ বড় বাজারের ব্যবসায়ী মেসার্স কাজী ট্রেডার্সে অভিযান চালিয়ে দোকান মালিককে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহসীন উদ্দিন। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী-পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণে সোমবার সন্ধ্যায় অভিযানে নামে সদর উপজেলা প্রশাসন। অভিযানে প্রতারণা করে মোড়ক বদলে বিভিন্ন পণ্য বিক্রি ও মূল্য টেম্পারিংসহ বিভিন্ন অপরাধে মেসার্স কাজী ট্রেডার্সের মালিক ইমাম হাসান কাজীকে চার লাখ এবং ছোলার দাম বেশি রাখার অপরাধে মেসার্স বৈকন্ঠ সাহা স্টোরের মালিক বৈকন্ঠ সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সিলগালা করে দেওয়া হয় মেসার্স কাজী ট্রেডার্সকে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে বলে জানানো হয়।

এ বিষয়ে মোহসীন উদ্দিন জাগো নিউজকে বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ও জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। এ অভিযানে বড় বাজার কমিটির নেতারা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।