ফলের দাম বেশি রাখায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১২ মার্চ ২০২৪

পাবনার ঈশ্বরদীতে ছয় প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে তরমুজ, খেজুর ও ফলের দাম বেশি রাখার দায়ে এসব জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানের কাঁচা বাজারসহ বিভিন্ন ফলের দোকানে দিনব্যাপী বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ঈশ্বরদীর নতুনহাট গ্রীণ সিটি এলাকায় তরমুজের দাম বেশি রাখায় সততা ফল ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঈশ্বরদী কাঁচা বাজার ও ফলের দোকানে পণ্যের বিক্রয় মূল্য প্রদর্শিত না থাকা, খেজুরে ওজন কম থাকায় আলমাছ ফল ভাণ্ডারকে দুহাজার টাকা জরিমানা করা হয়।

ফলের দাম বেশি রাখায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

এছাড়া রিপন স্টোরকে পাঁচ হাজার, উজ্জল সবজি দোকানিকে দুহাজার, সুমন স্টোরকে পাঁচ হাজার, ভাই ভাই সুইটস্কে পাঁচ হাজার এবং শফিক স্টোরকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জাগো নিউজকে বলেন, পবিত্র রমজান মাসে ফলের চাহিদা বৃদ্ধির সুযোগকে কাজে লাগাচ্ছে ঈশ্বরদী বাজার ও নতুনহাট গ্রীণ সিটি এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী। তারা চড়া দামে খেজুর, তরমুজ ও সব্জি বিক্রয় শুরু করেছে। এরকম ছয়টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে তাদের এ অভিযান চলমান থাকবে।

আমিনুল ইসলাম জুয়েল/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।