রাঙ্গামাটিতে ৭৫ লিটার চোলাই মদসহ যুবক আটক
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পুলিশের বিশেষ অভিযানে ৭৫ লিটার চোলাই মদসহ মংছো মারমা (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সকালে ওই যুবককে জেলা আদালতে পাঠানা হয়। মংছো মারমা চন্দ্রঘোনা বাঙ্গালহালিয়া, কুদুমছড়া পাড়ার মংসাংখই মারমার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মঙ্গলবার (১২ মার্চ) রাতে চোলাই মদ, গুলি পাচার করা হবে। পরে রাতে পুলিশের একটি বিশেষ টিম বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ির বটতলা পাঁকা সড়ক এলাকায় অভিযান চালায়। এসময় পাচারের অপেক্ষায় রাখা ৭৫ লিটার দেশে তৈরি চোলাই মদসহ মংছো মারমাকে আটক করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জাগো নিউজকে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাকে সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।
সাইফুল উদ্দীন/এনআইবি/এমএস