আরসার শীর্ষ কমান্ডারসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার, অস্ত্র জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৪ মার্চ ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মাস্টার করিমুল্লাহ ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির সাবেক বডিগার্ড আকিজসহ আরসার চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় বিভিন্ন অস্ত্র ও গোলবারুদ জব্দ করা হয়

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে অভিযান চালিয়ে উখিয়ার ঘোনারপাড়া এলাকার ক্যাম্প-২০ এক্সেনশন ব্লক-৫ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

আরসার শীর্ষ কমান্ডারসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার, অস্ত্র জব্দ

গ্রেফতাররা হলেন, উখিয়ার বালুখালি ক্যাম্পের আহামেদ হোসেন প্রকাশ হোসেন আহম্মেদের ছেলে করিম উল্লাহ প্রকাশ মাষ্টার কলিম উল্লাহ (৩২), কুতুপালং ক্যাম্পের মৃত কায়সারের ছেলে আকিজ (২৭), ক্যাম্প-১৩ এর আবুল হোসনের ছেলে জুবায়ের (২৯) ও ক্যাম্প-২২ এর মৃত হাসমত উল্লাহের ছেলে সাবের হোসেন প্রকাশ মৌলভী সাবের (৩৫)।

অভিযানে র্যাব ঘোনারপাড়াস্থ ক্যাম্প-২০ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, সাতটি ককটেল, পাঁচ রাউন্ড এ্যামুনিশন এবং ১২ বোর এক রাউন্ড গুলি জব্দ করেছে।

আরসার শীর্ষ কমান্ডারসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার, অস্ত্র জব্দ

আবু সালাম চৌধুরী জানান, আরসার শীর্ষ সন্ত্রাসীরা ক্যাম্প-২০ এ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় র্যাব। আরসার সন্ত্রাসীদের অবস্থান স্থলের কাছাকাছি গিয়ে ক্যাম্পের কয়েকটি ব্লক ঘিরে ফেলা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব ধাওয়া দিয়ে চারজনকে গ্রেফতার কেরদেত সক্শম করেছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানা থেকে বেশ কয়েকটি বিদেশি পিস্তলসহ গুলি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক চারজনের মধ্যে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার বাংলাদেশ শাখার প্রধান কমান্ডার ও অর্থ শাখার প্রধান করিম উল্লাহ ওরফে মাস্টার কলিম উল্লাহ এবং আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী আকিজ অন্যতম। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

সায়ীদ আলমগীর/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।