হাসপাতালে পানির পরিবর্তে রোগীকে খাওয়ানো হলো অ্যাসিড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:২৪ এএম, ১৫ মার্চ ২০২৪

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির পরিবর্তে রোগীকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোগী নমিতা রাণী দাস (৩৮) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নমিতা উপজেলার কনকসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিমাই সরকারের স্ত্রী।

নমিতার বড় ভাই বলরাম চন্দ্র দাস বলেন, প্রস্রাবে ইনফেকশন হওয়ায় গত ২ মার্চ নারায়ণগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেখানে অপারেশন করে প্রস্রাবের জন্য ক্যাথেডার লাগানো হয়। বৃহস্পতিবার দুপুরে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার বোনের ক্যাথেডার খোলার জন্য নেওয়া হলে ইমারজেন্সি কক্ষ থেকে তিনতলায় নিয়ে ক্যাথেডার খোলা হয়। পরে আমার বোন অসুস্থবোধ করলে নার্স পানি খাওনোর জন্য একটি বোতল দেখিয়ে দেন। নার্সের দেখিয়ে দেওয়া বোতল হতে পানি পান করানোর পরেই আমার বোনের গলা-মুখ পুড়ে যায়। পরে আমরা জানতে পারি নার্স যে বোতল দেখিয়ে দিয়েছে সেখানে অ্যাসিড ছিল।

তিনি আরও বলেন, হাসপাতাল থেকে খবর দেওয়া হয় আমার বোনের অবস্থা ভালো না। আমরা দ্রুত হাসপাতালে গেলে বোনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের আইসিইউতে রেফার করা হয়। হাসপাতালে এখনো কোনো সিট পাইনি। বারান্দায় বোনকে শুইয়ে রাখা হয়েছে।

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন বলেন, বিষয়টি শুনেছি। তবে সে হাসপাতালে কোনো ভর্তি রোগী ছিল না। হাসপাতালের কোনো ডাক্তারও ওই নারীর চিকিৎসা করেনি। নার্স দিয়ে সে চিকিৎসা করিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আমার কাছে অভিযোগ দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।