পঞ্চগড়ে বিচারক সঙ্কটে আদালতে স্থবিরতা


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৪ এপ্রিল ২০১৬

পঞ্চগড় জেলা জজ আদালতের বিচার কাজে স্থবিরতা দেখা দিয়েছে। জেলায় নির্দিষ্ট সংখ্যক বিচারক না থাকায় বিচার কাজে ধীরগতির ফলেই এই স্থবিরতা বলে জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। এতে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। মঙ্গলবার অনুষ্ঠিত আইনজীবী সমিতির সাধারণ সভায় উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। এ নিয়ে বুধবার রাতে তারা সাংবাদিকদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ এম এ নূর চার মাস ধরে ছুটিতে আছেন। একটি প্রশিক্ষণে অংশ নিতে কর্মস্থলে অনুপস্থিত যুগ্ম জেলা জজ। এছাড়া ৫ থানার ৫টি দেওয়ানী আদালতের সহকারী ও সিনিয়র সহকারী বিচারকের মধ্যে শুধু সদর উপজেলায় একজন সিনিয়র সহকারী বিচারক রয়েছেন।

অন্যদিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (মুখ্য বিচারিক হাকিম), একজন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম) এবং একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জেষ্ঠ্য বিচারিক হাকিম) বিচার কাজ পরিচালনা করছেন। এমতাবস্থায় বিচার প্রার্থীরা তারিখ অনুযায়ী নিয়মিত আদালতে হাজির হলেও বিচার না পেয়ে তাদের হতাশ হয়ে ফিরে যেতে হয়। এতে হয়রানির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে জেলা জজ আদালতের শূন্যপদে বিচারক নিয়োগের দাবি জানানো হয়। প্রয়োজনে বিচারক নিয়োগের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানায় জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. গোলাম হাফিজ বলেন, বিচারক সঙ্কটের কারণে জেলা জজ আদালতের বিচার প্রার্থীরা চরম দুরাবস্থায় ভুগছেন। সঙ্কট নিরসনে জেলা বারের একটি প্রতিনিধি দলের মাধ্যমে শিগগির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষাত করে বিচারক নিয়োগের বিষয়ে অনুরোধ জানানো হবে।

সফিকুল আলম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।