নারায়ণগঞ্জ

চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একজন দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৫ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হারুন (৫০) নামের একজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ/ চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একজন দগ্ধ

দগ্ধ হারুন মিয়া নারায়ণগঞ্জের কাঠেরপুল এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে দোতলা বাড়ির নিচতলায় থাকা চায়ের দোকান খুলতে যান হারুন। এসময় চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। সেইসঙ্গে দোকানে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নিভিয়ে দগ্ধ হারুনকে উদ্ধার করেন। দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নারায়ণগঞ্জ/ চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একজন দগ্ধ

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, সিলিন্ডার থেকে গ্যাস নিগর্ত হয়ে জমে থাকা অবস্থায় ম্যাচ দিয়ে চুলা জ্বালানোর সময় এ বিস্ফোরণ ঘটতে পারে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।