ফরিদপুরে তরমুজ-খেজুরের দোকানে অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৬ মার্চ ২০২৪

তরমুজ ও খেজুরের দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, শহরের থানা রোড ও তিতুমীর বাজার ফলপট্টিতে ইফতার সামগ্রী, তরমুজ, ফল ও খেজুরের দোকানে এবং র্যাফেলস-ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়তে তদারকি করা হয়। তদারকির পর ৮০০ টাকার তরমুজ বিক্রি হয় ৫২০ টাকায়। ফলে তরমুজের দাম পিস প্রতি ২৮০ টাকা কমে যায়। পরে তিতুমীর বাজার ফলপট্টিতে ফল, খেজুরের দাম ও প্যাকেটের ওজন যাচাই করা হয়।

সোহেল শেখ জাগো নিউজকে জানান, দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ তরমুজ ব্যবসায়ী মেসার্স আব্দুল্লাহ সিকদারকে দুই হাজার টাকা জরিমানা করে সতর্ক হয়। এছাড়াও গোয়ালচামট র্যাফেলস ইনের মোড়ে খেজুরের পাইকারি আড়ত মেসার্স হাবিব ফল ভাণ্ডারে খেজুরের দাম ও কোয়ালিটি তদারকি করা হয় এসময় হালনাগাদ মূল্য তালিকা না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।