কার্যকরী পরিষদের সিদ্ধান্তে জায়েদ খানের সদস্যপদ বাতিল হয়: নিপুন
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার বলেছেন, কার্যকরী পরিষদের সিদ্ধান্তে জায়েদ খানের সদস্যপদ বাতিল হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়। রোববার (১৭ মার্চ) বিকেলে নরসিংদীতে একটি শোরুম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

নিপুন বলেন, প্রকৃত শিল্পীদের নিয়েই এবার সমিতির নতুন পরিষদ গঠন করা হবে। পুরনো শিল্পীদের পাশাপাশি নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে।
এর আগে ফিতা কেটে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন অভিনেত্রী নিপুন আক্তার।
সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস