কার্যকরী পরিষদের সিদ্ধান্তে জায়েদ খানের সদস্যপদ বাতিল হয়: নিপুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৭ মার্চ ২০২৪

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার বলেছেন, কার্যকরী পরিষদের সিদ্ধান্তে জায়েদ খানের সদস্যপদ বাতিল হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়। রোববার (১৭ মার্চ) বিকেলে নরসিংদীতে একটি শোরুম উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

কার্যকরী পরিষদের সিদ্ধান্তে জায়েদ খানের সদস্যপদ বাতিল হয়: নিপুন

নিপুন বলেন, প্রকৃত শিল্পীদের নিয়েই এবার সমিতির নতুন পরিষদ গঠন করা হবে। পুরনো শিল্পীদের পাশাপাশি নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে ফিতা কেটে নরসিংদীতে আদম বাই হক ফ্যাশন শোরুমের উদ্বোধন করেন অভিনেত্রী নিপুন আক্তার।

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।