বসতঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৮ মার্চ ২০২৪

চাঁদপুরে সাপের কামড়ে আল্লাদী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল্লাদী বেগম চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের পর্দানিয়া কান্দি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

নিহতের নিকটাত্মীয় মহিন উদ্দিন হাওলাদার বলেন, ইফতারের পর বসতঘরের মাচা থেকে পাটকাঠি নামাতে গিয়ে সাপের ছোবলে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার স্বামী ও এক কন্যা সন্তান রয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. বিপ্লব সরকার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শরীফুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।