করতোয়া নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৬

পঞ্চগড় নদীর পানিতে ডুবে সুমি আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক শিশু মারা গেছে। সে শহরের ধাক্কামারা ডিস্টিলারিজ এলাকার শহীদুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার নিমনগর খালপাড়ার পাশে করতোয়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পহেলা বৈশাখের রং খেলার পর করতোয়ার পাড়ে বসবাসকারি বড় বোন নার্গিস আক্তারের বাড়িতে এসে নদীতে গোসল করতে যায় সুমি। কিন্তু দীর্ঘক্ষণ তার কোনো খোঁজ না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সুমির পরিবার। এক পর্যায়ে নদীতে তার পরনের কাপড় ভাসতে দেখে স্থানীয়রা।

দীর্ঘ খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টায় দমকল বাহিনীর সহযোগিতায় তরিকুল ইসলাম নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য সুমির মরদেহ উদ্ধার করে। পরে তাকে আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর পরিবারসহ ধাক্কামারা এলাকায় শোক নেমে আসে।

পঞ্চগড় পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।