ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৪ এপ্রিল ২০১৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন, সাংগঠিনক সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদলের সদস্য সচিব মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও আগমনে জেলা বিএনপির উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক গণসংবর্ধনা আয়োজনের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

রবিউল এহ্সান রিপন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।