টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে করে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল।
সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এ সময় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ ঘটনা ঘটে।
এআরটি/জেডএইচ/