সম্পত্তির জন্য মাকে মারধর, ছেলে কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:১৬ এএম, ১৯ মার্চ ২০২৪
চাঁদপুর সদর মডেল থানা

সম্পত্তির জন্য মাকে হত্যার উদ্দেশ্যে মারধর করায় ছেলে শাহাদাত হোসেনকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঘটনাটি ঘটে চাঁদপুরে।

সোমবার (১৮ মার্চ) রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মাকে মারধর করার ঘটনায় ১৭ মার্চ বিকেলে শাহাদাতকে পুলিশ আটক করে।

মামলার বাদী শাহাদাতের মা শাহীদা বেগম নিজেই। তিনি মামলায় উল্লেখ করেন, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামের বাসিন্দা তিনি। পৈত্রিকভাবে টেকনিক্যাল স্কুল সংলগ্ন এলাকায় একটি বাড়ি পান। তার স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সরকারি ভাতা দিয়ে তারা কোনো রকম দিনাতিপাত করেন। তাদের ছেলের স্বভাব ভালো না। ছেলে বাড়িটি লিখে দেওয়ার জন্য ঝামেলা করে আসছিলেন। মাঝে মধ্যে মারধরও করেন। ঘটনার দিন অর্থাৎ ১৭ মার্চ সকালে শাহাদাত হোসেন শাহীদা বেগমকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন।

শরীফুল ইসলাম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।