রাঙ্গামাটি
পর্যটনের নামে গ্রামবাসী উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন
রাঙ্গামাটির সীমান্তবর্তী দুটি গ্রামে পর্যটন কেন্দ্র স্থাপনের নামে গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসন চত্বরে জুরাছড়ি-বিলাইছড়ির সীমান্তবর্তী গাছ বাগান ও থুম পাড়া গ্রামবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, শিক্ষাবিদ শিশির চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি জিকো চাকমা, গ্রামবাসী মদন বিকাশ চাকমা, পূনর্রানী চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চুক্তিকে পাশ কাটিয়ে ও পর্যটন কেন্দ্র স্থাপনের নামে গ্রামবাসীদের উচ্ছেদ করছে। এধরনের উচ্ছেদ দেশের ও পার্বত্য চট্টগ্রামের জন্য সুখকর হবে না। মানববন্ধনে অবিলম্বে গ্রামবাসীদের গ্রাম ত্যাগের নির্দেশ ও উচ্ছদ বন্ধের দাবিও জানানো হয়।

মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে গ্রাম ত্যাগ করার নির্দেশ প্রত্যাহার, গ্রাম সংলগ্ন পর্যটন স্থাপন না করাসহ চার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সাইফুল উদ্দীন/এনআইবি/এমএস