ভৈরবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একজনের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৯ মার্চ ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার মনামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চেক লুঙ্গি ও সাদা রঙের একটি টি-শার্ট পরিহিত ছিলেন বলে নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানাপুলিশ।

প্রত্যক্ষ্যদর্শী পঞ্চবটি এলাকার মঞ্জু মিয়া বলেন, ‘ভৈরবে আসার জন্য আমি আশুগঞ্জ থেকে তিতাস ট্রেনের ইঞ্জিনের সামনে উঠি। যখন ট্রেন ভৈরবে প্রবেশ করে তখন হঠাৎ দেখি একজন রেললাইনের পাশে বসে আছেন। তখন আমি তাকে ইশারা দিচ্ছিলাম যেন লাইন থেকে সরে যান। কিন্তু ওই লোকটি আমার ডাকে কোনো সাড়া দেননি। আমার ধারণা, ইচ্ছাকৃতভাবে লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।’

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন সরকার বলেন, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

রাজীবুল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।