ভৈরবে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:১২ এএম, ২০ মার্চ ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ৬ টাকা। ব্যবসায়ীদের দাবি বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

সোমবার (১৮ মার্চ) ভৈরবের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫-৪৬ টাকা দামে বিক্রি হয়। কিন্তু মঙ্গলবার (১৯ মার্চ) পেঁয়াজের পাইকারি আড়তগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৫১-৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। একদিনের ব্যবধানে পেয়াঁজের দাম প্রতি কেজি গড়ে ৬ টাকা বেড়েছে। তবে ব্যবসায়ীদের দাবি সরকারেরর নির্ধারিত দামের অনেক কমেই বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে ভৈরব পেঁয়াজ ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাকিল মুন্সি জানান, ভৈরব পাইকারি আড়তে দেশি পেঁয়াজের দাম একদিনের ব্যবধানে ৫-৬ টাকা বেড়েছে। কৃষকরা তাদের জমি থেকে পেঁয়াজ উত্তোলন না করায় পেঁয়াজের বাজারে দাম কিছুটা বেড়েছে। তবে তার দাবি বাজারে সরকারের নির্ধারিত দামের অনেক কমেই ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

ভৈরবে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৬ টাকা

খুচরা পেঁয়াজ বিক্রেতা মো. ফরহাদ মিয়া বলেন, সব জায়গায় পেঁয়াজের দাম কমছে, আর ভৈরবের দিকে পেঁয়াজের দাম বাড়ছে।

মেসার্স মুছা মিয়া অ্যান্ড সন্সের মালিক মুছা মিয়া জানান, বাজারে এখনও ভারতীয় পেঁয়াজের আমদানি হয়নি। এখন শুধুমাত্র আমাদের দেশি পেঁয়াজ বাজারে সরবরাহ হচ্ছে। কিন্তু বাজারে দেশি পেঁয়াজের সরবারহ কম থাকায় পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

রাজীবুল হাসান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।