পঞ্চগড়ে কনে দেখতে এসে ১৮ জন হাসপাতালে


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৫ এপ্রিল ২০১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে কনে দেখতে এসে খাবারে বিষক্রিয়ায় দুই পরিবারের ২৬ জন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে তিন শিশুসহ ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনাহার ইউনিয়নের বালাপাড়ায় বিয়ের কথা পাকা করতে এসে কনের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

চিকিৎসক ও স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামের স্বশোধর রায়ের বাড়িতে তার মেয়ের বিয়ের কথা পাকা করতে নীলফামারি উপজেলার চওড়া দলুয়াপাড়া এলাকার সুরেন্দ্র নাথ রায়ের ছেলে আপন রায়সহ ১২ জন অতিথি আসেন। তাদের প্রাথমিক আপ্যায়নে চিড়া ও দইসহ চায়ের আয়োজন ছিল। কিন্তু চিড়া, দই ও চা খেয়ে ১৫ মিনিটের মাথায় হটাৎ করে উপস্থিত সকলেই অসুস্থ বোধ এবং বমি করতে থাকেন। পাশাপশি শুরু হয় গলা ও বুক জ্বালাপোড়া।

অবস্থা বেগতিক দেখে তিন শিশু নিরব রায় (৫), রিমন রায় (১০), মুকুল রায় (১৩), কনের দাদা তৈলক্ষ্য রায় (৭৫), কনের বাবা স্বশোধর রায় (৪৫), বর আপন রায় (২৯), অতিথি দিলীপ চন্দ্র রায় (২৮), ফনিভ‚সন রায় (৩২), বিমল চন্দ্র রায়ের (৫৬), বাবুল রায় (৪০) ও আরতি রানীসহ (৪০) ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুরুতর অবস্থায় রাতেই কনের দাদা তৈলক্ষ্য রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে ১৫ জন কনে পক্ষের এবং বাকি তিন জন বর পক্ষের বলে জানা গেছে।

কনের বাবা স্বশোধর রায় বলেন, স্থানীয় বাজারের তরিকুলের দোকান থেকে খোলা চা পাতা কিনেছিলাম। চিড়া ও দইসহ সেই চা দিয়েই অতিথি আপ্যায়ন করা হয়েছিল। চা নাস্তা খেয়েই আকশ্মিক আমার পরিবারের ১৫ সদস্যসহ কনে দেখতে আসা অতিথিরা অসুস্থ হয়ে পড়েন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়া বলেই মনে হচ্ছে। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।

সফিকুল আলম/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।