নারায়ণগঞ্জে পথচারীদের জন্য ‘মুক্ত ইফতার’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২২ মার্চ ২০২৪

প্রথম রমজান থেকেই প্রতিদিন নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে মুক্ত ইফতার। যেখানে পথচারী থেকে শুরু করে রিকশাচালক, দিনমজুর, ভিক্ষুক ও অসহায় মানুষজন এসে যুক্ত হন। ইফতারের সময় যাদের বাসায় ফেরার সুযোগ থাকে না তারাও এসে যুক্ত হন এই মুক্ত ইফতারে। গত দুই বছর ধরে মাহে রমজানকে কেন্দ্র করে এ কার্যক্রম চলছে।

এবার তৃতীয়বারের মতো মুক্ত ইফতারের আয়োজন চলমান রয়েছে। ‘মুক্ততরী’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে একদল তরুণ-তরুণীর উদ্যোগে এ ইফতারের আয়োজন করা হচ্ছে। এ আয়োজনে প্রতিদিন তৃপ্তিভরে ইফতার করতে পারছেন অন্তত দেড়শ মানুষ।

নারায়ণগঞ্জে পথচারীদের জন্য ‘মুক্ত ইফতার’

প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই ইফতারের প্রস্তুতি শুরু করে দেয় একদল তরুণ-তরুণী। তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। প্লেট পরিষ্কার, ফল কাটা, শরবত তৈরি এবং ইফতার পরিবেশনের কাজগুলো করেন তারাই।

মুক্ততরীর স্বেচ্ছাসেবী নূরে জান্নাত ইশরা বলেন, আমাদের এ আয়োজন বিগত তিন বছর ধরেই চলছে। পথচারী, রিকশাচালক থেকে শুরু করে অসহায় মানুষগুলো যারা ইফতার করতে পারেন না, তাদের নিয়ে ইফতার আয়োজনের চেষ্টা করছি আমরা। তাদের দোয়াটাই আমাদের জন্য পাওয়া।

নারায়ণগঞ্জে পথচারীদের জন্য ‘মুক্ত ইফতার’

মুক্ততরীর সহ-সভাপতি স্বরূপ সেনগুপ্ত বলেন, এবার আমাদের তৃতীয়বারের মতো আয়োজন। আমাদের এখানে প্রতিদিন ১২০-১৫০ জন মানুষ ইফতার করেন। এ সংগঠনের সঙ্গে আমরা যারা আছি সবাই শিক্ষার্থী।

স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ততরীর প্রতিষ্ঠাতা জয় দত্ত বলেন, ৩০ রমজান পর্যন্ত আমাদের এ আয়োজন থাকবে। সবার সহযোগিতা পেলে আমরা আমদের কাজ চালিয়ে যেতে পারবো।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল জাগো নিউজকে বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি তাদের মতো শিক্ষার্থীরা এগিয়ে এলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেশিদিন লাগবে না।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।