মহাপরিচালক

পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সুরক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগাড়ছড়ি
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২২ মার্চ ২০২৪

পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সুরক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করেছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

তিনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি জওয়ানরা অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছেন।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে খাগড়াছড়ির রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের বিজিবির ইমিগ্রেশন চেকপোস্ট আইসিপি ভবন, মৈত্রী সেতু ও বিজিবি জন্মস্মৃতি স্তম্ভ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

রামগড় স্থলবন্দর ঘিরে জাপানসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করছে জানিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, রামগড়-সাব্রুম স্থলবন্দর চালু হলে দুই দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে। বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ হবে। বাংলাদেশ-ভারত দুদেশের অর্থনীতিতে আরও গতিশীলতা আসবে। একইসঙ্গে পার্বত্য অঞ্চল আরও সমৃদ্ধ হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রামগড় সীমান্ত অংশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

পরে রামগড় সীমান্তঘেঁষা এলাকায় বিজিবির সূতিকাগারে স্মৃতি বিজড়িত স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং রামগড় রাইফেলসের অভিবাদন গ্রহণ করেন বিজিবি মহাপরিচালক। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মুক্তিযুদ্ধে শহীদ বিজিবি সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

এরপর বিজিবির মহাপরিচালক বিজিবি রামগড় জোনের পক্ষ থেকে এলাকার কয়েকশ দুস্থ-অসহায় পরিবারের মধ্যে ইফতার ও ঈদসামগ্রী বিতরণ করেন।

এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ-পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ, ৪৩ বিজিবির রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।