ভৈরবে নৌকাডুবি
ধাক্কা দেওয়া সেই বাল্কহেড জব্দ, আটক ৩
কিশোরগঞ্জের ভৈরবে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার আলভি এলাকা মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সন্দেহাতীতভাবে তিন মাঝি মাল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এ ঘটনায় শিশু-নারীসহ আটজন নিখোঁজ হন। তারমধ্যে এক কিশোরী ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও তাদের নামপরিচয় জানা যায়নি।
আরও পড়ুন:
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সকাল ৮টা থেকে আমাদের ডুবুরি দল অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনা তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে।

নিখোঁজদের উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব, নৌ থানা পুলিশ কাজ করছে।
নিখোঁজরা হলেন, ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দের স্ত্রী রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নীপতি বেলন দে (৩৮), এছাড়াও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার (১৮)।
এসকে রাসেল/আরএইচ/জেআইএম