মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৩ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ এবং ফ্রিজিং ওষুধ নন ফ্রিজিং অবস্থায় রাখায় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে বন্দরের মদনপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউজে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফ্রিজিং ওষুধ নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়। পরে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।